সুন্দরগঞ্জে ইউপি সদস্যকে মারপিট: গ্রেপ্তার ২

0
448

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য শিমুলী বেগম (৪৬) ও তাঁর ছেলেসহ পিতাকে মারপিটকারী ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামের নিজ বাড়ি থেকে এ ২ আসামীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ঐ গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র সাজু মিয়া (৩৬) ও শাখা মিয়া (৩২)। এরআগে গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ইউপি সদস্য শিমুলী বেগমের বৃদ্ধ পিতা আবুল কাশেমকে (৬২) মারপিটের খরব শুনে শিমুলী বেগম তার ছেলে শাহজামাল মিয়াকে (২৩) সঙ্গে নিয়ে বাবার বাড়িতে গেলে প্রতিপক্ষের লোকজন ছেলেকেসহ শিমুলী বেগমকেও বেধরক মারপিট করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ঘটনায় ইউপি সদস্য শিমুলী বেগম তার ছেলে শাহজামাল গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে ৬ জনকে আসামী করে এজাহার করায় প্রতিপক্ষের সাজু মিয়া ও শাখা মিয়াকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। আহত ইউপি সদস্য শিমুলী বেগম উপজেলার শান্তিরাম ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির সভাপতি। জানতে পেয়ে উপজেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক আক্তারবানু ইতি তার সহযোদ্ধাকে স্বাস্থ্যকমপ্লেক্সে দেখতে গিয়ে শান্তনা দেন। একই সঙ্গে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
থানার এসআই তাহশিমুর রহমান (মামলার তদন্তকারী কর্মকর্তা) হিসেবে ২ আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here