খবর ৭১
ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকরা ৮ উইকেটে ৬৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।
লাঞ্চ বিরতির পর দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। প্রথম টেস্টের খেলা বাকি আছে কেবল দুটি সেশন। নাটকীয় কিছু না ঘটলে নিষ্ফলা অর্থাৎ ড্র হতে পারে ম্যাচটি।
ম্যাচের পঞ্চম দিন সকালেই দলকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। খানিক বিরতি দিয়ে পান আরেক উইকেট। সাজঘরে পাঠান দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। ভাঙেন তাদের মধ্যে গড়ে ওঠা ৩৪৫ রানের জুটি।
২৯১ বলে ২২ চারে ১৬৬ রানে আউট হন ধনাঞ্জয়া। ৪৩৭ বল খেলে ২৪৪ রানে থামেন করুনারত্নে।
পাল্লেকেলে স্টেডিয়ামে রেকর্ড জুটির সুবাদে চতুর্থ দিনেই বাংলাদেশকে প্রায় ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। আলোর স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে স্বাগতিকরা তোলে ৩ উইকেটে ৫১২ রান।