জাপান থেকে আসছে মেট্রোরেলের আরও ৬ কোচ

0
455

খবর৭১ঃ
মেট্রোরেলের জন্য জাপান থেকে আসছে আরও ৬ সেট ট্রেন। এগুলো ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে জাপান ছেড়েছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে জাহাজীকরণ শেষে কোবে সমুদ্রবন্দর থেকে জাপান ছাড়ে। ১৬ জুনের মধ্যে মোংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে ছয় সেট ট্রেন দেশে পৌঁছেছে।বাংলাদেশের মেট্রোরেলের জন্য মোট ২৪ সেট ট্রেন দিচ্ছে জাপান। এ জন্য মোট ব্যয় হচ্ছে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকা।

দুই পাশে দু’টি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি হচ্ছে জাপানে। এরই মধ্যে প্রস্তুত হয়েছে পাঁচ সেট ট্রেন, যার প্রথমটি দেশে এসে পৌঁছেছে। দ্বিতীয় সেট জাপান থেকে রওয়ানা হয়েছে। সেটি পৌঁছাতে পারে আগামী ১৬ জুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here