পবিত্র রমজান উপলক্ষে সৈয়দপুরে আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

0
471

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে’র উদ্যোগে শতাধিক অসহায়, দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সংস্থার বাংলাদেশ রমজান খাদ্য কর্মসূচি-২০২১ এর আওতায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শহরের উপকন্ঠে বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়া শ্যাইল্লার মোড় সংলগ্ন এলাকায় সংস্থার সৈয়দপুর টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন সেন্টারে ওই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দুস্থদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে, বাংলাদেশ ফিল্ড অফিস ঢাকা’র সিনিয়র অফিসার হিউম্যানিটারিয়াল খন্দকার আব্দুল কাদের রাজু, সংস্থার সৈয়দপুর টেকনিক্যাল এন্ড ভোকেশন এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল মো. রিপন মিয়া, এডমিশন/ ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলাল, সৈয়দপুর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনিছুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ১০৭ জন অসহায়, দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল (মোটা ও চিকন) ১৬ কেজি, সয়াবিন ২ লিটার তেল, লবন ১ কেজি, মশুর ডাল ২ কেজি, গুঁড়ো দুধ ৫০০ গ্রাম, ছোলা ১ কেজি, খেজুর এক কেজি।
সংস্থা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একই কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে ৬৮জন অসহায়, দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। (ছবি আছে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here