করোনায় আক্রান্ত নায়ক আলমগীর

0
240

খবর৭১ঃ করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার ছয় দিনের মাথায় এই প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতার সহধর্মিনী উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

বিকাল ৩টা ২৫মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই কণ্ঠশিল্পী জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজেটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন রুনা লায়লা।

জানা গেছে, গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে আলমগীরের। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়৷

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। কিন্তু ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই আলমগীরের শরীরে বাসা বাঁধল এই মরণ ভাইরাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here