ইরানে পারমাণবিক স্থাপনার কাছে শক্তিশালী ভূমিকম্প

0
298

খবর৭১ঃ
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশে রোববার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ওই এলাকায় দেশটির একটি পারমাণবিক বিদুৎ কেন্দ্র রয়েছে। তবে ভূকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।খবর-আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ভূমিকম্পে পাঁচজন আহত হয়েছেন।আশপাশের শহরের হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, ভূকম্পন এলাকায় উদ্ধারকর্মীসহ ৫০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আঞ্চলিক শহর গোনাভেতে বিদ্যুৎ এবং ল্যান্ডলাইন টেলিফোন এবং ইন্টারনেট কেটে দেওয়া হয়েছে। সেখানে ভূমিকম্পের ভয়ে রাস্তায় নেমে এসেছিল। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে থাকা পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পের পর কয়েকটি আফটার শকহ অনুভূত হয়েছে। এর ফলে ওই এলাকার বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভূকম্পনের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে বুশেহর পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here