উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে স্বাস্থ্যবিধি না মানায় ১৭টি মামলায় ২৫ জনকে ২৯ হাজার ৬শ টাকা জরিমানা। করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সরকার ঘোষিত কর্মসুচি বাস্তবায়নের নিমিত্ত সংশ্লিষ্ট আইনসহ তফসিলভূক্ত অন্যান্য আইনে নড়াইল জেলা শহর ও উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত করা হয়।স্বাস্থ্যবিধি না মানায় ১৭টি মামলায় ২৫ জনকে ২৯ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়।