খবর৭১ঃ এবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাকে লালবাগের বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
মাওলানা জুবায়ের লালবাগ মাদ্রাসার শিক্ষক। তিনি মুফতি ফজলুল হক আমিনীর বড় জামাতা। এছাড়া ইসলামী ঐক্যজোটেরও তিনি সহসভাপতি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, সন্ধ্যায় মাওলানা জুবায়েরকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের মামলা ছাড়াও সম্প্রতি যে নাশকতা হয়েছে এই মামলাও রয়েছে।
মোট কতগুলো মামলা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এখনো নিশ্চিত না। তবে আগের মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এবারও তার বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।
সম্প্রতি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলাবাদীসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মুফতি আমিনীর আরেক জামাতা ও হেফাজতের সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীও গ্রেপ্তার হয়েছেন। তারা সবাই ২০১৩ সালের নাশকতার মামলার আসামি। এছাড়া সম্প্রতি নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে যে নাশকতা হয়েছে সেই মামলায়ও তাদের আসামি করা হয়েছে।