করোনায় ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিবের মৃত্যু

0
378

খবর৭১ঃ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব একেএম মারুফ হাসান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন}।

বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারুফ হাসানের একাধিক সহকর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা আক্রান্তের পর মারুফ হাসান বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। গতরাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে তার মৃত্যু হয়।

২২তম বিসিএস এডমিন ক্যাডারের সদস্য মারুফ অত্যন্ত বিনয়ী, সদালাপী, সৎ, আল্লাহ ভীরু এবং সাদা মনের মানুষ ছিলেন। তার বাবা কৃষিবিদ ডক্টর আব্দুল হামিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন ছিলেন।

মারুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here