হেফাজতের জরুরি বৈঠক

0
346

খবর৭১ঃ চট্টগ্রামের হাটহাজারীতে জরুরি বৈঠকে বসেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ। সম্প্রতি দলটির যুগ্ম মহাসচিবকে ঘিরে নারী কেলেঙ্কারিসহ দলটির বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিতেই তাদের এ বৈঠক বলে জানা গেছে।

রবিবার বেলা ১১টার দিকে বসা এই বৈঠকের বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
যদিও আজকের বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
তবে হেফাজতের এক শীর্ষ নেতা নিজের নাম পরিচায় গোপন রাখার শর্তে ঢাকটাইমসকে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া হেফাজতের অনেক বিষয় এই বৈঠকে আলোচনা হবে। আগামী দিনের অনেক কর্মসূচিও আসতে পারে।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের একজন শীর্ষ নেতাকে নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। শীর্ষ নেতৃবৃন্দ এই বিষয়ে চিন্তিত। এখানেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here