হবিগঞ্জের ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

0
694

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গুনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাই জানান, ভোররাতে পাঁচ থেকে ছয়জনের একটি ডাকাতদল জালাল মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। তাদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যেতে চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।লাখাই থানার ওসি সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় পায়। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম হুমায়ুন মিয়া, বাড়ি মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামে। অন্য আরেকজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here