খবর৭১ঃ চলতি মাসের শেষদিকেই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ। সেই উদ্দেশ্যে সোমবার দেশ ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরের আগে আজ(শনিবার) করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন তামিম ইকবালরা।
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আজ সবার আগে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। এরপর শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাঈফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা ভ্যাকসিন নেন।
এছাড়া জাতীয় দলের দুই বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারদের স্ত্রী সহকারে ভ্যাকসিন নিতে দেখা যায়। এর আগেও কুর্মিটোলা হাসপাতালেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ক্রিকেটাররা।
ক্রিকেটারদের পাশাপাশি আজ করোনা ভ্যাকসিন নিয়েছেন জাতীয় দলের কোচিং স্টাফরাও। শুধুমাত্র ফিল্ডিং কোচ রায়ান কুক ছুটিতে থাকায় ভ্যাকসিন নিতে পারেননি। দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো শুক্রবার রাতে বাংলাদেশে এসেছেন। তিনিও আজ সকালে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন।
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীরঙ্কার মাটিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই উদ্দেশ্যে ১২ এপ্রিল দেশ ছাড়বে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আগামী ২১ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে মুমিনুল হক বাহিনী। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৯ এপ্রিল।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে শুক্রবার মুমিনুল হককে অধিনায়ক রেখে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে জায়গা পেয়েছেন তিন তরুণ পেসার মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম এবং শহীদুল ইসলাম। আর দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় দলে জায়গা হয়েছে টাইগার অলরাউন্ডার শুভাগত হোমের।
আইপিএলে খেলতে যাওয়ায় দলে নেই সাকিব আল হাসান। এছাড়া ইনজুরিতে পড়ে বাদ গিয়েছেন হাসান মাহমুদ। শেষ টেস্ট দলে থাকা সৌম্য সরকার তার জায়গা হারিয়েছেন।
শ্রীলঙ্কা সফরে ২১ সদস্যের বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।