ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ায় পুড়িয়ে মারল বাবুই পাখির বাচ্চা

0
381

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ক্ষেতের ধান খাওয়ায় অমানবিকভাবে ৩৩ টি বাবুই পাখির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের জালাল সিকদারের ক্ষেতের ধান খাওয়ায় তিনি ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় বাশের মাথা কাপুড় পেচিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে পাখির নীড়ের ভিতরে থাকা ৩৩ টি বাবুই ছানা। গতকাল শুক্রবার দুপুওে এ ঘটনা ঘটে।

স্থানীয় জুলহাস মল্লিক বলেন, নিষ্ঠুর এই ঘৃন্য কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগে । বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে।

এলাকার পাখি প্রেমী অভিজিৎ বলেন, শনিবার বন বিভাগ ঝালকাঠিকে লিখিত ভাবে অভিযোগ আকারে জানানো হয়েছে। এঘটনায় যথাযথ কর্তৃপক্ষের নিকট ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান এলাকাবাসী।

ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল বলেন, মৌখিক অভাযোগ পেয়েছি, এটা যদিও খুলনা বন ও বণ্যপ্রানী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হলো সামাজিক বন বিভাগের। তবুও আজ আমি ঘটনাস্থলে যাবো।

বাবুই পাখির নীড়ে আগুন দেয়ায় অভিযুক্ত জালাল সিকদার বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখিতে খেয়ে ফেলায় আমি আর্ধিক লোকসানের দিকে যাচ্ছিলাম। মাথা গরম থাকায় বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here