শৈলকূপায় সেচ প্রকল্প বাঁচিয়ে সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

0
295

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপার পুরাতন বাখরবা গ্রামের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ২০০ মিটার সড়কের উন্নয়ন প্রকল্পের উন্নয়ের কাজ শুরু হয়েছে। কিন্তু এই সড়কের কাজের ফলে বাখরবা, নব গ্রাম খন্দকবাড়িয়া, চর বাখরবা গ্রামের মাঠের পানি বের হাওয়ার এক মাত্র জিকে সেচ প্রকল্পের খালটি বন্ধ করে এই সড়ক নির্মাণের প্রতিবাদে আজ সকাল ১১.৩০ মিনিটের দিকে শত শত কৃষক ও গ্রাম বাসি সেচ প্রকল্প বাচিয়ে সড়ক নির্মাণের দাবিতে পুরাতন বাখরবার জিকে সেচ প্রকল্পোর পাশে মানবন্ধনের আয়োজন করেন এতে “অবিরাম উন্নয়নের বাংলাদেশ” এর নির্বাহী পরিচালক মোঃ উজ্জ্বল আলী, কৃষিক সোহেল, কৃষক দুলাল সহ গ্রাম বাসি বক্তব্য প্রদান করেন। তারা আমাদের কাছে একটাই দাবি করেন আমরা আব্যশই রাস্তার উন্নয়ন চাই, তবে জিকে সেচ প্রকল্প বাচিয়ে রাস্তা চাই। আমাদের রাস্তা ও সেচ প্রকল্প দুইটাই খুব প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here