বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূর এ আলম সিদ্দিকী গুরুতর অসুস্থ

0
331

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:

৬ দফা, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক , বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নুর এ আলম সিদ্দিকী গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার থাইল্যান্ড নেওয়া হচ্ছে। পরিবার সূত্রে জানা যায় ,এক সপ্তাহ ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। ডায়বেটিস, হার্টের সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তার। নূর এ আলম সিদ্দিকী মুজিব বাহিনীর নেতা ও যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও ছিলেন। তিনি সংসদ সদস্য দায়িত্ব ও পালন করেছেন। তার বড় ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য। এই নেতার সুস্থতা কামনা দোয়া কামনা করে তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here