পাইকগাছায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

0
345

আমিনুল ইসলাম বজলু,পাইকগাছা (খুলনা): পাইকগাছায় বিদেশ-ফেরত অভিবাসীদের সহায়তা নিশ্চিতকরণে সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোলন্ডারদের সাথে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ও আইওএম এর বাস্তবায়নাধীন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করে। সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ ইকবাল হুসাইন, ওসি এজাজ শফী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আরিফ উদ্দীন। মাইগ্রেশন প্রোগ্রামের কাউন্সেলর ফারহানা তাবাচ্ছুম তমা’র স ালনায় কর্মশালায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, আরএসসি ম্যানেজার রুবেল পারভেজ। বক্তব্য রাখেন, বিদেশ ফেরত অভিবাসী সহ ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার দেবাশীষ তরফদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here