খবর ৭১, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ২৩ মার্চ ‘সিটি ব্যাংক-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১’ এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।
ডিআরইউ আয়োজিত সিটি ব্যাংক-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন হাবিব রহমান (৭১ টিভি), রানার আপ হয়েছেন তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই)।
অপরদিকে পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) ও মাকসুদ-উন-নবী (চ্যানেল ২৪) জুটি। রানার আপ হাবিব রহমান (৭১ টিভি) ও জেমসন মাহবুব (৭১ টিভি) জুটি। নারী এককে চ্যাম্পিয়ন নাদিয়া শারমিন (৭১ টিভি) ও রানার আপ মাকসুদা লিসা (ডেইলী ভয়েজ অফ এশিয়া)।
সমন্বিত দ্বৈতে চ্যাম্পিয়ন হাবিব রহমান ও নাদিয়া শারমিন (৭১ টিভি) জুটি। রানার আপ রকিবুল ইসলাম মানিক (এশিয়ান টিভি) ও মাকসুদা লিসা (ডেইলী ভয়েজ অফ এশিয়া) জুটি।
এবারের টুর্নামেন্টে একক, দ্বৈত ও সমন্বিত গ্রুপে মোট ৬২ জন সদস্য (নারী-পুরুষ) অংশ নেন।
উল্লেখ্য, ২৭ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।