করোনা পজেটিভ আসার পর অবাক আশরাফুল

0
362
আশরাফুল

খবর৭১ঃ এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে নিজের শরীরে করোনার কোনো উপসর্গ নেই বলে তিনি জানিয়েছেন। আর রিপোর্টে পজেটিভ আসার পর রীতিমতো অবাক হয়েছেন সবচেয়ে কম বয়সী টেস্ট সেঞ্চুরিয়ান।

প্রথম পরীক্ষায় আশরাফুলের পজেটিভ রেজাল্ট আসায় দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। সোমবার মিলবে দ্বিতীয় পরীক্ষার ফলাফল। তারপর বিষয়টি সম্পর্কে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘গতকাল আশরাফুলের নমুনা নেওয়া হয়েছিল। আজকের ফলাফলে তার পজেটিভ এসেছে। তবে ইদানিং অনেক ভুল রিপোর্ট আসছে। ফলে আমরা ওর দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা নিয়েছি। আগামীকাল তার ফল পাওয়া যাবে। তারপর চূড়ান্ত ধারণা পাওয়া যাবে।’

করোনার কোনো উপসর্গ অবশ্য আশরাফুলের নেই। বাংলাদেশের জার্সিতে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়া আশরাফুলের ধারণা, তাঁর করোনা ধরা পড়াটা আসলে ‘ফলস পজিটিভ।’

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগে(এনসিএল) বরিশাল বিভাগের হয়ে খেলছেন আশরাফুল। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৪৮ রানের ইনিংস খেলেন। তবে দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেননি তিনি। আউট হওয়ার পূর্বে করেছেন মাত্র ১ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here