মিরসরাইয়ে দুইদিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

0
417

রেদোয়ান হোসেন জনি, মিরসরাইঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে শহরের মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বাধন করেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান পিপিএম, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির, উপজেলা সহকারী স্বাস্থ্য কর্মকর্তা কেএম সাঈদ মাহমুদ, পল্লী বিদ্যুৎ সমিতি- ৩ এর ডিজিএম সাইফুল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিকালে স্টল পরিদর্শন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লা মজুমদার।

মেলায় সরকারী, বেসরকারী মিলিয়ে মোট ২৯টি স্টল বসেছে। কৃষি থেকে শুরু করে ক্ষুদ্র কুটির শিল্পসহ নানা ধরনের স্টলে মুখরিক মেলা প্রাঙ্গণ। প্রথম দিনেই মেলায় আসতে শুরু করেছে শিশু-কিশোর দর্শনার্থীরা। মেলা চলবে রবিবার পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here