যুক্তরাষ্ট্রে পথচারীসহ ১০ জনকে গুলি, নিহত ২

0
211

খবর৭১ঃ রাষ্ট্রের ভার্জিনিয়া বিচে স্থানীয় সময় শুক্রবার রাতে একাধিক সহিংসতায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন।

বাকি আটজনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রথমে লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং পরে তা সহিংশতায় রূপ নেয়। খবর নিউইয়র্ক টাইমসের।

নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। দুজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম দেশায়লা হ্যারিস (২৮)। ওই নারী সহিংসতায় জড়িত ছিলেন না। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সহিংসতায় তাকে প্রাণ হারাতে হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত অপরজন হলেন দোনোভোন লিঞ্চ নামে ২৫ বছর বয়সী এক যুবক।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, রিসোর্ট এলাকায় আটলান্টিক অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে এই সহিংসতা শুরু হয়। একদল লোক নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং পরে তা সহিংসতায় রূপ নেয়।

এতে আরও বলা হয়েছে, সহিংসতার একপর্যায়ে তারা নিজেদের মধ্যে গোলাগলি শুরু করে। ফলে বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে কয়েক দফা গোলাগুলির শব্দ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কয়েকজনকে আহতাবস্থায় উদ্ধার করে। এর পর আরেকটি স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।

প্রথম ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আহমন জাহরি অ্যাডামস (২২), নিকুয়েজ তিয়ন বেকার (১৮) এবং ডেভন মাউরাইস ডর্সি (২০)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here