খবর ৭১: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। বিশেষ এই দিনে গুগল তার ব্যবহারকারীদের লাল-সবুজে অভিবাদন জানাচ্ছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই বিশেষ ডুডলটি প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল।
গুগলডটকম-এ প্রবেশ করলেই দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের ডুডল। নীল আকাশে সাদা মেঘের ভেলা। এর মধ্যে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। নিচে গুগলের লোগোও লাল-সবুজ। এতে ক্লিক করলেই চলে আসছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্পর্কিত বিভিন্ন তথ্য ও খবর।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২০১৩ সালের ২৬ মার্চ প্রথম বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। বাংলাদেশের ফুলে ভরা সবুজ দৃশ্যপটে পতাকা হাতে একটি পরিবার—সেদিন সার্চ ইঞ্জিনটির মূল পেজে দেখা গেছে এমন ডুডল। এরপর থেকে বাংলাদেশ সম্পর্কিত অসংখ্য ডুডল প্রকাশ করেছে গুগল।
বিশেষ কোনো দিবস বা বিষয় উপলক্ষে ডুডল প্রকাশ করে থাকে গুগল। গুগলের বিভিন্ন দিবসের সব ডুডল দেখা যাবে www.google.com/doodles ঠিকানায়।