শবে বরাতের ছুটি, ৩০ মার্চ খুলছে না স্কুল-কলেজ

0
323

খবর৭১ঃ
মহামারি করোনার কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকার পর পূর্বঘোষণা অনুয়ায়ী ৩০ মার্চ স্কুল-কলেজ খোলার কথা ছিল। কিন্তু সে দিন শবে বরাতের ছুটি থাকায় নির্ধারিত দিনে খুলছে না দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।

৩০ মার্চ ছুটি ঘোষণা করে মাউশি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে বলেছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণের সময় শবে বরাতের ছুটি ২৯ মার্চ ছিল। কিন্তু পরে ইসলামী ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে ৩০ মার্চ শবে বরাতের ছুটি। সে প্রেক্ষিতে ৩০ মার্চ ছুটি থাকবে।

করোনা ভাইরাসের ঊর্ধবমুখী সংক্রমণের কারণে স্কুল কলেজের ছুটি বাড়ছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানমালা চলছে। শিক্ষামন্ত্রী মহোদয় এ অনুষ্ঠানমালা আয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এখনো সিদ্ধান্ত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here