সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক পতন

0
244
শেয়ার বাজারে পতন
শেয়ার বাজারে পতন

খবর ৭১: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। পাশাপাশি শুরুতেই কমে গেছে অধিকাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট দর।

লেনদেনের প্রথম ৩০ মিনিটে ডিএসই’র প্রধান সূচক কমেছে ৪৩ পয়েন্ট। এ রিপোর্ট লেখা পর্যন্ত সূচকের অবস্থান পাঁচ হাজার ৩৭০ পয়েন্টে। পাশাপাশি কমে গেছে লেনদেন হওয়া ১৩৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। পক্ষান্তরে বেড়েছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ কোম্পানির শেয়ার দর।

এদিকে প্রথম ৩০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ৮৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট। এখন পর্যন্ত লেনদেনে এগিয়ে রয়েছে তুলনামূলকভাবে কম দরের শেয়ার। দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, মেঘনা পিইটি, প্রাইম ইন্স্যুরেন্স, এশিয়ান প্যাসিফিক ইন্স্যুরেন্সসহ আরও কিছু কোম্পানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here