বিরামপুরে চাউল কল মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

0
310
নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুর উপজেলা চাউল কল মালিক গ্রুপ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।
(২১ মার্চ) সোমবার দিনাজপুরের বিরামপুর উপজেলা চাউল কল মালিক গ্রুপ এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মন্ডল এবং ভোটের মাধ্যমে নির্বাচনে  সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব হাবিবুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম রেজু ২৭ ভোট পেয়েছেন।
৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিরামপুর পৌর কিন্ডার গার্ডেন স্কুলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮থেকে ১০টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়। ভোট গ্রহণ শেষে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম এই ফলাফল ঘোষণা করেন। ১৫ সদস‍্যের কার্যনির্বাহী কমিটির অন‍্যান‍্য ১৩টি পদে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সহ-সভাপতি মিনহাজুল হক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবু আসলাম বাবু, অর্থ-সম্পাদক আনোয়ার হোসেন মিঞা, সাংগঠনিক সম্পাদক মিঞা সোহেল আলম মাসুম, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, ধর্মীয় ও সমাজকল‍্যাণ সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সোহাগ এবং নির্বাহী সদস্যদ্বয়- নুরুল ইসলাম, লুৎফর রহমান ও শরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here