বিরামপুর থানা পুলিশের মাস্ক বিতরণ

0
300

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: কোভিড ১৯ করোনা ভাইরাস বৃদ্ধী পাওয়ায় বাংলাদেশ পুলিশের উদ্দ্যোগে সারাদেশের ন্যায় বিরামপুর থানা পুলিশ উপজেলার ৭ ইউনিয়ন ১ পৌরসভার গুরুত্বপুর্ণ স্থানে গিয়ে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাসের বিভিন্ন দিগ তুলে ধরে বক্তব্য রাখেন।

২১ মার্চ রবিবার দিনাজপুর জেলার বিরামপুর থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার বিরামপুর সার্কেল মিথুন সরকার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান (মনিরের) নির্দেশনায় উপজেলার ৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার গুরুত্বপুর্ণ স্থান, হাট বাজারের গিয়ে সাধারণ মানুষের মাঝে এই বার্তা পাঠানোর নির্দেশে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যুন্ত এর কার্যক্রম চলতে থাকে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মতিয়ার রহমান সকাল ১০ টায় উপজেলার কাটলা ইউনিয়নের গোডাউন মোড়, তিন মাথা অটো ষ্টান্ট, ধান হাটি মোড়, জোতবানী ইউনিয়নের শিবপুর বাজার, কেটরা বাজার, একইর বাজার, বিনাইল ইউনিয়নর পরিষদ চত্বর, কুন্দন বাজারে গিয়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ শেষে কোভিড ১৯ করোনা ভাইরাজের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন দিগনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, কাটলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউনুস আলী, ইউনিয়ন বিট অফিসার মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য এমাজ উদ্দিন বিনাইল ইউনিয়ন বিট অফিসার নুর আলম সিদ্দীক বিরামপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, কার্যনির্বাহী সদস্য সামিউল আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here