রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম (অপুর) কাঞ্চনগরে নিজ বাসভবনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়। ঝিনাইদহ পৌর যুবলীগের সাবেক আহবায়ক সজল মাহমুদ পাভেলের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় শেখ মুজিবুর রহমানের জিবনী, নীতি ও আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ আজিজ (লাবু), জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পান্নু, সুমন, সাহেদ, ফিরোজ ( যুগ্ম সাঃ) রেজায়ানুল ইসলাম বাপ্পী, পৌর ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক, হিল্লোল, সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাশার, সাধারন সম্পাদক আব্বাস, বর্তমান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব, উপ প্রচার সম্পাদক রাসেল, মেহেদীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কৃষকলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।নবক্তারা তাদের নিজ নিজ বক্তব্যের মধ্যে বাঙ্গালী জাতি স্বত্বার এই মহানায়কের জিবন চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন এবং সে অনুযায়ী দেশ ও রাষ্ট্রগঠনে অবদান রাখার অনুরোধ জানান। আলোচনা শেষে কেক কাটা হয়। সবশেষে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।