লক্ষীপুর -০২: জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন ফায়িজ উল্যাহ শিপন

0
509

খবর ৭১:  লক্ষীপুর-০২ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাঃ কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

শেখ মোহাঃ ফায়িজ উল্যাহ শিপন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে রায়পুর সরকারী কলেজ সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হন। তিনি একজন সফল ব্যবসায়ী। রেটারিয়ান ক্লাবের সাথে জড়িত শেখ মোহাঃ ফায়িজ উল্যাহ শিপন দীর্ঘ দিন ধরে সমাজ সেবায় জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here