খবর৭১ঃ মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে চলা বিক্ষোভে শনিবার ফের গুলি চালিয়েছে পুলিশ। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এই ঘটনায় বিশ্বজুড়ে মিয়ানমার জান্তার নিন্দা জানানো হচ্ছে। গুলির ভয় উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছে সাধারণ মানুষ। খবর রয়টার্সের
শনিবার মান্দালয় শহরে ১৯৮৮ সালে সরকারবিরোধী আন্দোলনে নিহত এক শিক্ষার্থীর মৃত্যুবার্ষিকী স্মরণে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ইয়াঙ্গুনের থারকেটা জেলার পুলিশ কেন্দ্রের সামনে জমায়েত হয়। তারা জান্তাবিরোধী চলমান বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবি জানান। এ সময় বিক্ষোভকারীদের ওপর প্রকাশ্যে গুলি চালায় ।
মিয়ানমারে প্রায় প্রতিদিনই সামরিক জান্তার নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ ঝরছে বিক্ষোভকারীর। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। আর প্রিয়জনদের হারিয়ে শোকে কাতর স্বজনরা।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ একাধিক নেতাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী অভ্যুত্থানের ঘোষণা দেয়। এরপর থেকে মিয়ানমারের জনগণ জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, শনিবার আগ পর্যন্ত পুলিশের গুলিতে ৭০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন দুই হাজার জনের বেশি।