যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৩ কোটি ছাড়াল

0
274

খবর৭১ঃ দীর্ঘ সময় ধরে বিশ্বব্যাপী চলা করোনাভাইরাস মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৬ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৮০৮ জন এবং মৃত্যু হয়েছে ১০৩৭ জনের।

মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৪৩ হাজার ৬৬২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৪৬ হাজার ৬০৫ জন।

রবিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৫৯ হাজার ১১৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ৪২ হাজার ৮৭ জন মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here