বাগেরহাটে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

0
343

স্টাফ রিপোটার,বাগেরহাট:
বাগেরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বুধবার (১০ র্মাচ) সকাল ১০:৩০ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন(এনডিসি) প্রথমে পৌর মেয়র কে শপথ বাক্য পাঠ করান। পরে ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ০৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে এ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণে অংশ নেন আওয়ামীলীগের নির্বাচিত পৌর মেয়র খান হাবিবুর রহমান, পরে কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন) বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোসা. আসমা আক্তার, ২ নম্বর ওয়ার্ডে তানিয়া খাতুন ও ৩ নম্বর ওয়ার্ডে কোহিনূর বেগম শপথ পাঠ করেন। শেষে পূরুষ কাউন্সিলরা শপথ পাঠ করেন ১ নম্বর ওয়ার্ডে পদে শামীম আহসান, ২ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ডে খান আবু বক্কর, ৪ নম্বর ওয়ার্ডে কাজী তৌহিদুর রহমান জনি, ৫ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম শিপন, ৬ নম্বর ওয়ার্ডে তালুকদার আব্দুল বাকি এবং ৭ নম্বর ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন, ৮ নম্বর ওয়ার্ডে রেজাউর রহমান মন্টু, ৯ নম্বর ওয়ার্ডে ফারুক তালুকদার ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ১৪ ই ফের্রুয়ারী পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন। স্থানীয় সরকার(পৌরসভা) নির্বাচন আইন-২০১০ অনুযায়ী পৌরসভা নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০দিনের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খান হাবিবুর রহমান যুবক বয়স থেকেই আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।র্বতমানে তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ন সাধারন সম্পাদক। ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে সর্বপ্রথম বাগেরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন খান হাবিবুর রহমান। এরপরে আরও দুইবার তিনি প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচনে বাগেরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here