তিন দফা দাবিতে সৈয়দপুরে আইডিইবি’র মানববন্ধন

0
406

মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকে : তিন দফা দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। আজ বুধবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য বলেন সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো.আজিজুল ইসলাম কমল, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোনায়মুল হক, সদস্য প্রকৌশলী আরিফুর রহমান, প্রকৌশলী মো. মাহবুবুর রহমান প্রমূখ। মানববন্ধন থেকে বক্তারা সংগঠনের তিন দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহবান জানান।
পরে সংগঠনের তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে প্রদান করা হয়। দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীর স্বল্পতা নিরসনের জন্য জরুরীভিত্তিতে নিয়োগ প্রদানসহ আইডিইবি’র তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সদস্যরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here