টিকা গ্রহীতা ৪০ লাখ পার, নিবন্ধন সাড়ে ৫২ লাখ

0
254

খবর৭১ঃ দেশে মহামারি করোনাভাইরাসের টিকা গ্রহীতার সংখ্যা ৪০ লাখ পার হয়েছে। আর ইতিমধ্যে টিকা নিতে নিবন্ধন করেছেন সাড়ে ৫২ লাখের বেশি মানুষ।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে টিকা নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন।

টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন পুরুষ এবং ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ সাত হাজার ৪৬৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৭ হাজার ২৯৫ এবং নারী ৪০ হাজার ১৬৮ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ৬৩ হাজার ২২৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ছয় লাখ ৩১ হাজার ৬৩৪, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৬৯ হাজার ৬৪০, চট্টগ্রাম বিভাগে আট লাখ ৪২ হাজার ৭৭১, রাজশাহী বিভাগে চার লাখ ৩৫ হাজার ৪৩, রংপুর বিভাগে তিন লাখ ৬৮ হাজার ৫৭৮, খুলনা বিভাগে পাঁচ লাখ ২৫ হাজার ১৮২, বরিশাল বিভাগে এক লাখ ৮২ হাজার ৪৯৮ এবং সিলেট বিভাগে দুই লাখ ২৭ হাজার ২৭ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। দেশে এখন প্রথম ডোজের টিকার প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here