খবর ৭১: গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই কেবল নারী অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব বলেও মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এ সরকারের পতনের জন্য আন্দোলনের বিকল্প নেই। এ সরকার মানুষের সব ধরনের স্বাধীনতা হরণ করেছে। মানুষের বাক-স্বাধীনতা হরণ করেছে। গণতন্ত্রের মৌলিক অধিকারকে হরণ করেছে।সোমবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত শোভাযাত্রার শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
বক্তব্য শেষে নারী দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় সঙ্গে ছিলেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অন্য নেতারা। পরে মিছিলটি পল্টন কাকরাইলসহ বেশকিছু স্থান প্রদক্ষিণ করে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও নারীরা নিরাপদ নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধিকার আদায়ের কথা যারাই বলছে তারাই নির্যাতনের শিকার হচ্ছে।