খবর ৭১: গত রোববার (৭ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজ থেকে প্রথমবার লাইভে আসেন অপু বিশ্বাস। একটি টেলিভিশন অনুষ্ঠানের চিত্রধারণ শেষে লাইভে আসেন তিনি। এ সময় অপু বিশ্বাস বলেন, ‘আমি দর্শকদের সঙ্গে সবসময় থাকতে চাই। ভক্ত-দর্শকদের জন্য মাঝে মধ্যে লাইভে আসব। প্রতি মাসে দুইবার করে আমার পেজ থেকে লাইভে আসব।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘আমার পরিবার মূলত দর্শক আর আমার ছেলেকে নিয়ে। ফলে দর্শকদের নিয়ে সবসময় আমার ভাবনা কাজ করে।’
লম্বা বিরতির পর লাইট-ক্যামেরার সামনে ফিরেছেন অপু বিশ্বাস। মুক্তির অপেক্ষায় আছে অপু-বাপ্পী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘প্রিয় কমলা’ এবং অপু বিশ্বাস অভিনীত ওপার বাংলার সিনেমা ‘শর্টকাট’।
২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন অপু বিশ্বাস। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় তার। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তারপর শাকিব খানের সঙ্গে ৭৫টি সিনোময় জুটিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-
https://www.facebook.com/247844708759197/videos/767225540626791