এক শিশি বাতাসের দাম ৯ হাজার টাকা!

0
272

খবর৭১ঃ যুক্তরাজ্যের একটি কোম্পানি সম্প্রতি অনলাইনে বিতর্কের সৃষ্টি করেছে ‘উপকূলীয় টাটকা বাতাস’ ভর্তি কাচের বোতল বিক্রি করে। প্রতি বোতল তারা বিক্রি করেছে ১০৫ ডলার (প্রায় ৯ হাজার টাকা) পর্যন্ত!

কোস্ট ক্যাপচার এয়ার নামে এক কোম্পানি আধুনিক যুগে বিশুদ্ধ বাতাসের গুরুত্বকে একটি স্মারক ও আলোচনার বিষয় হিসাবে উপস্থাপন করতে বোতলবন্দি টাটকা বাতাসের বিক্রি শুরু করে।

বিশ্বের দূষিত এলাকার মানুষ ব্যবহারিক উদ্দেশ্যেই কিনতে শুরু করে বোতলগুলো।

ক্রেতারা কোম্পানিকে জানিয়েছেন, বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব প্রতিহত করতে এ ‘পণ্য’ সাহায্য করেছে, তাই তারা যেন এটি বিক্রি অব্যাহত রাখে এবং বোতলে যেন একটি প্রাইস ট্যাগ সংযুক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here