দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে গোয়াল ঘরে আগুন লেগে রূপচান নামে এক খামারীর ৪ লাখ টাকা মূল্যের ৩ টি উন্নত জাতের গরু মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুরিয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। জানা যায়, দুপুরে গোয়ালঘরে মশা তাড়াতে কয়েল জালানো হয়। সেই কয়েলের আগুন থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে পুড়ে গোয়ালঘরে থাকা ৩টি গরুর মধ্যে একটি দুগ্ধজাত গর্ভবতী গাভী ও একটি ষাড় মারা যায়। অপর একটি ষাড় আগুনে দগ্ধ হয়ে আশংকা জনক অবস্থায় রয়েছে। দেলদুয়ার উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকান্ডে খামারীর ৪ লাখ টাকার গো সম্পদসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।