স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে “সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরি” উদ্যোগে নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রাখায় ৫ জন গুণী ব্যক্তিকে ‘সুন্দরবন ম্যানগ্রোভ রত্ন-২০২১’ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হলেন, সমাজ সেবায় মরহুম আলহাজ্ব আবদুস সাত্তার তালুকদার, স্থানীয় সরকার ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনে স্বপন দাশ, ইতিহাস-ঐতিহ্য ঋদ্ধকরণে অধ্যক্ষ ম.ব আলাউদ্দিন, শিক্ষা ব্যবস্থাপনায় সচ্ছতা ও নারী শিক্ষার অগ্রগতিতে অধ্যক্ষ অমিত রায় চৌধুরী এবং সাংবাদিকতা ও মানবসেবায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আলোচনা ও সুন্দরবন ম্যানগ্রোভ রত্ন-২০২১ সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল। ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় শনিবার সন্ধ্যায় আল হেরা আলিম মাদ্রাসা মিলনায়তনে মিলন কান্তি ঘোষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সুবীর মিত্র। স্বাগত বক্তব্য দেন সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরিরর সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লাভলু। বক্তব্য দেন, অধ্যাপক ড. মৌমিতা তানজিলা মুমু, অসিত মুখ্যাজী মন্টু, আল হেরা আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিম, লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শেখ মিজানুর রহমান, ডাঃ মাসুদা খানম বিউটি, দীপক দাস, মোস্তাফিজুর রহমান, শেখ নিয়াজ রাসেল বাপ্পী, বাধন মুখার্জী, সিফাতুল্লাহ আম্মার প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।