আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মদনে মানববন্ধন

0
255

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ব্যবসায়ী হেকিম হত্যা ও ছাত্রলীগ কর্মী শরীফের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা ছাত্রলীগ ও উপজেলা অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপি কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ওয়ারেছ উদ্দিন, নাজু মিয়া, নিহত হেকিম মিয়ার ছেলে আতিকুল ইসলাম আতিক প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন বাঙ্গালীর ফাঁসি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পৌরসদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে।

গত (২৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার মদন-কেন্দুয়া সড়কের দেওয়ান বাজার রোডে সাবেক ছাত্রলীগ নেতা শরীফকে মদন উপজেলা সেচ্ছসেবকলীগের সভাপতি লিটন বাঙালীর লোকজন রামদা দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। এ সময় শরীফের চাচা ব্যবসায়ী হেকিম মিয়া কিল,ঘুষি, লাথিতে আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরই প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here