উজ্জ্বল রায়’ নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের নব নির্বাচিত প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা শপথ গ্রহণ করেছেন। শনিবার সকালে শপথ পাঠ করার জন্য নড়াইল থেকে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় ১২টায় পৌঁছান। মেয়রের শপথ পাঠ করান খুলনা বিভাগ বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি, এডিশনাল কমিশনার সৈয়দ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় মেয়র এর সাথে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভায় নির্বাচিত সকল কাউন্সিলরবৃন্দ , পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দরা,জেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী মৎস্যলীগ,জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার প্রতি আস্থা রেখে নড়াইল পৌরসভার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন।আমি চেষ্টা করব তার বিশ্বাসের মর্যাদা দেয়ার জন্য ।নড়াইল পৌরসভার জনগণের সেবা করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। উজ্জ্বল রায়’ নড়াইল জেলা প্রতিনিধি।