সংসারের বোঝা ১১ বছরের বাদল এর কাঁধে,সকলের সহযোগিতা কামনা করছি

0
203

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাবা ভ্যানচালক মশিয়ার রহমান (৪৫) ভ্যান চালিয়ে সংসার চালাতেন। এক ছেলে এক মেয়ে নিয়ে গরীব অসহায় মশিয়ার এর সংসার। কোনো রকম ভ্যান চালিয়ে সংসার চালাতেন। গত তিন মাস ধরে চোখে দেখতে পান না, চোখের সমস্যা হয়েছে, ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব ভালো চিকিৎসা করাতে হবে, নয়তো হারাতে পারে দুটি চোখ, এদিকে চিকিৎসাতো দূরের কথা,দুই বেলা দুই মোঠো ভাত জুটানোর মতো সামর্থ নেই। না খেয়ে দিনপার করছে অসহায় পরিবারটি। ১ কেজি চালের জন্য তার ছোট ছেলে বাদল (১১) সংসারের বোঝা মাথায় নিতে ভ্যান নিয়ে রাস্তায় নেমেছে। যার এখন পড়ালেখা,খেলাধুলা করার কথা।
মা কেঁদে কেঁদে বলেন,আমাদের মুখে একমুঠো ভাত তুলে দিতে বাদল আজ ভ্যান চালাতে রাস্তায় নেমেছে। বাদলের চিন্তায় বারবার রাস্তায় ছুটে যায় কখন বুঝি তার ছোট ছেলেটির কি হয়! তাই তিনি স্বামী চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন করেন। অসহায় পরিবারটি বর্তমানে শৈলকূপার কবিরপুর ডাউলমিলের পাশে বসবাস করছেন। তাদের সাথে যোগাযোগের নাম্বার (01948149421) বিকাশ (01914-719444)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here