মিরসরাইয়ে ২০১৩ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

0
269

রেদোয়ান হোসেন জনি (মিরসরাই) প্রতিনিধিঃ

প্রাণের মেলায় হলো জড়ো, বন্ধুত্বের টানে এ স্লোগানে মিরসরাইয়ে এসএসসি-২০১৩ ব্যাচ এর পুনর্মিলনী উদযাপন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারী (শুক্রবার) দিনব্যাপী পুণর্মিলনী অনুষ্ঠান মিরসরাইয়ের মহামায়া লেকে অনুষ্ঠিত হয়।
২০১৩ ব্যাচের ইব্রাহিম সাকিব, এমদাদ হোসেন রিগান ও আলিম উল্লাহ রিপন এর যৌথ সঞ্চালনায় ব্যাচের সদস্যদের মাঝে টি শার্ট বিতরণ, গ্রুপ ছবি তোলা, কেক কাটা, মোরগের লড়াই, নাচ, বক্তৃতা ও হাসি আনন্দে মুখরিত ছিলো মহামায়া এলাকা।

পুণর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়ক ইব্রাহিম সাকিব বলেন, ২০১৩ ব্যাচের সদস্যদেরকে একত্রিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ব্যাচের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হবে। এ বছর পুণর্মিলনীতে প্রায় ৩৩০ সদস্য অংশগ্রহণ করে। আগামীতে চট্টগ্রাম জেলার সকলকে একত্রিত করে আরও বড় পরিসরে এ পুণর্মিলনী অনুষ্ঠান করার আগ্রহ আছে।

আয়োজন ও সমন্বয়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইকবাল হোসেন, মেহেদী মুরাদ, রিয়াদ মামুন, রাহাত, রাজু, মিশু, আরমান, রাসেদ, মোজাম্মেল হোসেন, নয়ন, রবিন, রাহাত নূর, সাজ্জাদ, মাসুদ, নিলয়, সাজিদ, শরীফুল, রফিত, রনি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here