সৈয়দপুরে আল-ফারুক একাডেমির শিক্ষক ছাইদুর রহমানের ইন্তেকাল

0
439

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের আল-ফারুক একাডেমির সিনিয়র সহকারি শিক্ষক ছাইদুর রহমান গত বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি অবিবাহিত ছিলেন।  শুক্রবার  সকাল সাড়ে ৯টায় শহরের আল-ফারুক একাডেমি প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ জুম্মা তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর আল-ফারুক একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন, প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। (ছবি আছে)।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here