রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
শৈলকুপা উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আরিফ শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের রানীনগর গ্রামের বাসিন্দা। চড়িয়ারবিল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তারির কাজ করতেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনি রাস্তা পার হচ্ছিলেন এমন সময় শ্যামলী পরিবহন একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায় এবং তিনি ঘটনাস্থলে নিহত হন।
ঘটনাটির সত্যতা শৈলকুপা থানা অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন