পৌরসভা নির্বাচন থেকে সরে গেলেন বিএনপির মেয়র প্রার্থী : সাধারণ কাউন্সিলর পদে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার

0
423
পৌরসভা নির্বাচন থেকে সরে গেলেন বিএনপির মেয়র প্রার্থী : সাধারণ কাউন্সিলর পদে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার

মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়ালেন বিএনপি থেকে ধানেরশীষ প্রতিকের প্রার্থী এ্যাড.এস এম ওবায়দুর রহমান। একই দিন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদের ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিমের হাতে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন বিএনপির মেয়র প্রার্থী এ্যাড. এসএম ওবায়দুর রহমান। একই দিন পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মির্জা শওকত আকবর রওশন, ৬ নং ওয়ার্ডে মো. আলাউদ্দিন, ১০ নম্বর ওয়ার্ডে মো. আব্দুস সাহিদ এবং ১৩ নম্বর ওয়ার্ডে মো. শাহাজাদা। তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের পর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১৪ জন প্রার্থী নির্বাচনের মাঠে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন এবং কাউন্সিলর পদে ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১জন প্রার্থী রয়েছেন। সৈয়দপুর পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল বুধবার নির্বাচনের বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। প্রসঙ্গত, নীলফামারী জেলার প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুযারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন করা হবে। এবারে নির্বাচনে সৈয়দপুর পৌরসভায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৯৯ হাজার ১৮৮জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here