শেষ দিনে শৈলকুপা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

0
331
শেষ দিনে শৈলকুপা পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ২০ ডিসেম্বর। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার সকাল থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো: রোকুনুজ্জামান ও উপজেলা নির্বাচন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: জুয়েল আহমেদ।

পৌর মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম, বিএনপির প্রার্থী সাবেক মেয়র খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, তৈয়বুর রহমান খান, জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের প্রার্থী উসমান গনি। সব মিলিয়ে মোট ৬জন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৪২ জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে আগামী ১৬ জানুয়ারী ২০২১।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here