খবর৭১ঃ
খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে ২০ হাজার সেগুন গাছ কেটে দিল সন্ত্রাসীরা। রোববার রাত ১১টা থেকে ১টার মধ্যে রামগড় পাতাছড়ার কুম্প্রপাড়া এলাকার কসমিক কৃষি খামার নামে বাগানের ২-৩ বছর বয়সী ২০ হাজার সেগুন গাছ কাটা হয়েছে।
অস্ত্রধারী সন্ত্রাসীরা কেয়ারটেকার আলাউদ্দিন ও তার স্ত্রীকে মারধর করে বেঁধে রেখে গাছগুলো কেটে ফেলে বলে জানা যায়।
বাগানের ম্যানেজার মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা সংখ্যায় অনেক বেশি ছিল। গত তিন বছর আগে ২০ একর টিলা ভূমিতে সেগুন গাছগুলো লাগানো হয়েছিল। ঘটনাটি পুলিশ ও সিন্ধুকছড়ি সেনা জোনকে জানানো হয়েছে। কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে বাগানের ক্ষতিসাধনের হুমকি পেয়ে রামগড় থানায় একটি অভিযোগও দেয়া হয়েছিল।
রামগড় থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিকপক্ষ বিষয়টি জানিয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।