তিন কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার

0
374
৭ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ

খবর৭১ঃ
করোনা ভাইরাসের তিন কোটি ডোজ ভ্যাকসিন কিনে বাংলাদেশের মানুষকে বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, অক্সফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদন করছে। গত ১৪ অক্টোবর বাংলাদেশ সরকারের কাছে তিন কোটি ডোজ বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মানুষকে এই ভ্যাকসিন বিনা পয়সায় দেওয়া হবে। টাকা সরকার পে করে দিচ্ছে। তিন কোটি ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে।

গত ৫ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়।

ভ্যাকসিন বিতরণ নিয়ে দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here