রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

0
411
রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

খবর৭১ঃ
রোমানিয়ায় করোনা বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন । এই ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। ওই ওয়ার্ডে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন। রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোমানিয়ায় এ পর্যন্ত সাড়ে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মাড়া গেছেন ৮ হাজার ৮১৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here