রতন আচার্য্য ,ঝালকাঠি প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঝালকাঠিতে ডায়াবেটিক সমিতির উদ্যোগে শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এবারে দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডায়াবেটিস- সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই’। ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার; ডায়াবেটিক সমিতির সহসভাপতি মনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন ও নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা শহীদ ইমাম পাশা এবং ডাক্তার মো. হাফিজুর রহমান ও ডাক্তার অমিতাভ কুমার আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন ডায়াবেটিক সমিতির যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন আনু। সভায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করা হয়।