১৪০ দিনের মধ্যে দেশে কম মৃত্যু

0
359
করোনায় আরও ২০ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৪১

খবর৭১ঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, যা ১৪০ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৮ মে দেশে ১৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট পাঁচ হাজার ৬০৮ জন মারা গেলেন করোনায়।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ১৬০০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ২৬ হাজার ৫৫২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন এক হাজার ৭৮০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই লাখ ৯৯ হাজার ২২৯।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও নারী ৬ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক শূন্য ৮ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থ্যতার হার ৭৭ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনা বাংলাদেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছিল আইইডিসিআর। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here